Masjid Fundraising & Qiyamul Layl (قـيـام الـلـيـل)
Time: May 8, 2021 09:00 PM Pacific Time (US and Canada)
Join Zoom Meeting
https://muna.zoom.us/j/95949267117?pwd=Nm55cXc0eTdGenBBZlhYYU5PbGQ1Zz09
Meeting ID: 959 4926 7117
Passcode: 358499
One tap mobile
+16699009128,,95949267117#,,,,
West Zone News
কমিউনিটি ব্যক্তিত্ব মেজর এনামুল হামিদ এর রোগমুক্তির জন্য মুনার দোয়া অনুষ্ঠিত....
মুহাম্মদ ইসমাইল হোসাইন, লস অ্যাঞ্জেলেস: বাফলার সাবেক প্রেসিডেন্ট এবং বৃহত্তর লসএঞ্জেলেসের বাংলাদেশ কমিউনিটির সুপরিচিত মুখ ও কমিউনিটি ব্যক্তিত্ব মেজর এনামুল হামিদের করোনায় আক্রান্ত হয়ে গত দুই সপ্তাহ ধরে হসপিটালে ভর্তি আছেন। তাহার অবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
জনাব এনামুল হামিদের দ্রুত সুস্থতা কামনা এবং কমিউনিটির করোনা আক্রান্ত অন্যান্যদের আশু সুস্থতার জন্য মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা ওয়েস্ট জোন প্রেসিডেন্ট আশরাফ হোসাইন আকবর এবং সেক্রেটারি আব্দুল মান্নানের নির্দেশনায় মুনার বিভিন্ন চ্যাপ্টারের লিডারশিপ মিটিংয়ে মহান আল্লাহর দরবারে দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি যাহারা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাহাদের পরকালীন মুক্তির জন্য দোয়া কামনা করা হয়।
মুনার দায়িত্বশীলদের পক্ষ থেকে বলা হয়, মুনা সব সময় বাংলাদেশি কমিউনিটির সর্বসাধারণের পাশে সর্বদা থাকবে। মুনার নেতৃবৃন্দ কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধভাবে সবার পাশে থাকার এবং ব্যক্তিগতভাবে মহান আল্লাহর দরবারে প্যানডেমিক থেকে সবাইকে মুক্তি দেওয়ার জন্য দোয়া করার আহ্বান জানান। এই প্যানডেমিক এর ক্রান্তিকালে আতঙ্কিত না হয়ে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
_
California MUNA Center (CMC)
4430 Fountain Ave., Suite 3-4 Los Angeles, CA 90029 Phone: (213) 290-MUNA
Follow Us On:
FundraiserFacebook
Salatomatic